1. admin@jationews24.com : admin :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

করোনায় বিশ্বজুড়ে অপরাধ কমেছে

  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৭২০ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক 

এক সমীক্ষায় দেখা গেছে সারা বিশ্বে করোনা লকডাউনে শহরগুলোতে অপরাধ কমেছে৷ করোনার বিধিনিষেধের আগে এবং করোনার সময়ে অপরাধের নিয়ে এই সমীক্ষা চালানো হয় যার নেতৃত্বে দিয়েছেন কেমব্রিজ এবং উটরেখ্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ৷

জাতীয় নিউজ ২৪

Advertisements

সমীক্ষাটি করা হয়েছে হ্যানোফার, বার্সেলোনা, শিকাগো, সাও পাওলো এবং তেল আভিভ সহ বিশ্বের ২৭টি শহরে৷  সমীক্ষার প্রাথমিক ফলাফল জানাতে গিয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সহিংসতা বিষয়ক গবেষক ম্যানুয়েল আইজনার বলেন, “লকডাউনে বার বা পানশালাগুলোর আশেপাশে কোনো মাতালকে পড়ে থাকতে দেখা যায়নি কিংবা দোকান, ক্যাফে, রাস্তা  বা ফুটবল মাঠেও কেউ সময় কাটায়নি৷” কিছু শহরে কারফিউ  থাকায় অপরাধ করার সুযোগ অনেক কমে গিয়েছিল ৷

গবেষণার প্রথম ফলাফলটি এখন অনলাইনে প্রকাশ করা হয়েছে৷ যে শহরগুলো নিয়ে গবেষণা করা হয়েছে তার মধ্যে জার্মানির হ্যানোফার শহরেও অপরাধের ঘটনা তূলনামূলক কম ৷

জাতীয় নিউজ ২৪

Advertisements

তাছাড়া লকডাউনে গড়ে দৈনিক অপরাধের সংখ্যা সব শহরে ৩৫ শতাংশ কমেছে৷ এমনকি পকেটমারের সংখ্যা প্রায় অর্ধেক কমে গেছে৷  খুনের ক্ষেত্রে এ সংখ্যা কমেছে গড়ে ১৪ শতাংশ ৷

অবশ্য কিছু বাড়িতে এসময় খুনের ঘটনা ঘটেছে যদিও এতে  লকডাউনের তেমন ভূমিকা নেই বলে জানান উটরেখ্ট বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যামি নিভেট ৷

সূত্র: এনএস/কেএম (ডিপিএ)

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST