করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই মারণভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ২৮২ জনে। আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৯৫৬ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত আট লাখ ৩৭ হাজার ২৪৭ জন। ২৪ ঘণ্টায় দুই হাজার ৬৭৯ জন এবং এখন পর্যন্ত সাত লাখ ৭৩ হাজার ৭৫২ জন সুস্থ হয়ে উঠেছে।
এর আগে গতকাল করোনায় আক্রান্ত হয়ে মারা যায় ৫০ জন। আর নতুন করে করোনা শনাক্ত হয় আরো ৩৩১৯ জনের। গত সোমবার করোনায় ৫৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া শনাক্ত হয় ৩০৫০ জনের শরীরে।