1. admin@jationews24.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

৬২ শতাংশ ভোটে জয় পেলেন ‘কট্টরপন্থী’ ইব্রাহিম রাইসি

  • প্রকাশিত: রবিবার, ২০ জুন, ২০২১
  • ৭৪০ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক 

ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইব্রাহিম রাইসি। কট্টরপন্থী মনোভাবাপন্ন এই রাজনীতিবিদ ৬২ শতাংশ ভোটে নির্বাচনে জয় পেয়েছেন বলে জানা গেছে। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে শনিবার (১৯ জুন) এ তথ্য জানিয়েছে এএফপি।

জাতীয় নিউজ ২৪

Advertisements

শনিবার ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুলরেজা রহমানি ফজলি এই ফলাফল প্রকাশ করেন বলে জানা গেছে। তিনি বলেন, শুক্রবারের নির্বাচনের ৫৯ মিলিয়নেরও বেশি যোগ্য ভোটারের মধ্যে ৪৮ দশমিক ৮ শতাংশ ভোটার উপস্থিত ছিল।

ষাট বছর বয়সী ইব্রাহিম রাইসি তার কর্মজীবনের বেশিরভাগ সময় সরকারি কৌঁসুলি হিসেবে কাজ করেছেন। তাকে ২০১৯ সালে বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।  রাইসি দেখিয়েছেন যে ইরানে দুর্নীতি মোকাবেলা এবং অর্থনৈতিক সমস্যা সমাধানে তিনিই হবেন সবচেয়ে যোগ্য ব্যক্তি। তবে ১৯৮০-এর দশকে রাজনৈতিক বন্দীদের যেভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাতে রাইসির ভূমিকা নিয়ে বহু ইরানি এবং মানবাধিকার কর্মী এর আগে উদ্বেগ প্রকাশ করেছেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

ইরান কখনো এই গণ-মৃত্যুদণ্ডের কথা স্বীকার করেনি এবং এতে রাইসির ভূমিকা নিয়ে যেসব অভিযোগ তোলা হয়েছে – সেবিষয়ে তিনি কখনো কিছু বলেননি।

সূত্র: এএফপি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST