1. admin@jationews24.com : admin :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

পরিশ্রমী, বিপ্লবী ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার অঙ্গীকার করলেন রাইসি

  • প্রকাশিত: সোমবার, ২১ জুন, ২০২১
  • ৬৮৯ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

সাইয়েদ ইবরাহিম রাইসি ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শনিবার প্রকাশিত তার প্রথম  বিবৃতিতে তিনি, পরিশ্রমী, বিপ্লবী ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ‘প্রিয় ইরানের জনগণ, আমি যেরকম নির্বাচনে স্বাধীনভাবে প্রবেশ করেছি, ইনশাআল্লাহ আপনাদের ভোটের শক্তি এবং আমার প্রতি আপনারা যে বিরল বিশ্বাস স্থাপন করেছেন, তার ভিত্তিতে আমি পরিশ্রমী, বিপ্লবী ও দুর্নীতিবিরোধী প্রশাসন গড়ে তুলব।’

জাতীয় নিউজ ২৪

Advertisements

তিনি আরো বলেন, ১৮ জুন নির্বাচিত প্রেসিডেন্ট সারা জাতির প্রেসিডেন্ট এবং কেউ তার পক্ষে ভোট দিক বা না দিক, তিনি সম্পূর্ণভাবে প্রজাতন্ত্রের সকল জনগণের সেবক। এর আগে গত শুক্রবার ইরানের ত্রয়োদশতম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে একটানা ১৯ ঘণ্টা ভোট গ্রহণ করা হয়। শনিবার দিবাগত রাত ২টায় নির্বাচন শেষ হওয়ার পর ভোট গণনা করা হয়।

শনিবার নির্বাচনের ফলাফল ঘোষণায় এক সংবাদ সম্মেলনে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আবদুর রেজা রহমানি-ফাজলি বলেন, দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে মোট দুই কোটি ৮৯ লাখ ৩৩ হাজার চার জন ভোটার অংশ নিয়েছেন। এর মধ্যে ৬১.৯৫ ভাগ ভোট পেয়ে জয়ী হচ্ছেন ইবরাহিম রাইসি। তার প্রাপ্ত ভোটের সংখ্যা এক কোটি ৭৯ লাখ ২৬ হাজার ৩৪৫। তার নিকটবর্তী মোহসিন রেজায়ি পেয়েছেন ১১.৭ ভাগ ভোট। তিনি পেয়েছেন ৩৪ লাখ ১২ হাজার সাত শ’ ১২ ভোট।

জাতীয় নিউজ ২৪

Advertisements

একমাত্র সংস্কারপন্থী প্রার্থী ও ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান আবদুন নাসের হেমমাতি পেয়েছেন ৮.৩ ভাগ ভোট। তিনি ২৪ লাখ ২৭ হাজার দুই শ’ এক ভোট পেয়েছেন। চতুর্থ প্রার্থী আমির হোসাইন কাজীজাদেহ হাশেমি ৩.৪ ভাগ ভোট। তিনি প্রাপ্ত ভোটের সংখ্যা নয় লাখ ৯৯ হাজার সাত শ’ ১৮। তিনি আরো জানান, মোট ৩৭ লাখ ২৬ হাজার আট শ’ ৭০ ভোট বাতিল করা হয়েছে।

আগামী আগস্টের শুরুতে রাইসি বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। নির্বাচনের ফল ঘোষণার পর প্রেসিডেন্ট হাসান রুহানি ও ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ পৃথকভাবে তেহরানে রইসির প্রচারণা দফতরে তার সাথে সাক্ষাত করেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

সাক্ষাতের পর এক সংবাদ সম্মেলনে রুহানি নির্বাচন অনুষ্ঠান ও নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া ইরানি জনগণের পছন্দের প্রার্থীকে যে কোনো সহযোগিতায় প্রস্তুত থাকার কথা জানান তিনি। অপরদিকে স্পিকার মোহাম্মদ বাকির কালিবাফ জানান, নতুন প্রেসিডেন্টের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতায় আইন পরিষদ প্রস্তুত রয়েছে। জবাবে ইবরাহিম রাইসি বলেন, জনগণের জীবনঘনিষ্ঠ বিষয়সহ দেশের সমস্যা সমাধানে তিনি সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করবেন। এই বিষয়ে বিদায়ী প্রশাসনসহ সকলের সঙ্গে আলোচনা করবেন তিনি।

সূত্র: আলজাজিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST