1. admin@jationews24.com : admin :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

ভারতে একদিনেই বিনামূল্যে টিকা পেল ৮০ লাখ মানুষ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ৭০৯ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক 

ভারতে এক দিনে করোনাভাইরাসের টিকার ডোজ নিয়েছে ৮০ লাখ মানুষ। একদিনে টিকাকরণে ভারতে এটি নতুন রেকর্ড। এই রেকর্ডের জন্য ভারতবাসীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় তিনি লিখলেন, পরিসংখ্যান দেখে আনন্দিত হয়েছেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

মোদি ঘোষণা করেছিলেন, ২১ জুন থেকে ভারতে ১৮ বছরের ঊর্ধ্বে সকলকে বিনামূল্যে টিকা দেওয়া শুরু হবে। রাজ্যগুলোকে টিকা কিনে পাঠাবে কেন্দ্রীয় সরকার।

সে অনুসারে সারা ভারতে সোমবার থেকে টিকাকরণের হার লাফিয়ে বেড়েছে। হঠাৎ সংখ্যাবৃদ্ধির কারণও সেটিই। প্রধানমন্ত্রী টুইট করেছেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকা আমাদের মূল অস্ত্র। রেকর্ড ভেঙে দেওয়া টিকাকরণের মাত্রা আমাকে আনন্দিত করেছে। যারা টিকা পেয়েছেন, তাদের শুভেচ্ছা জানাই। আর যে প্রথমসারির করোনা যোদ্ধারা করোনা টিকা দিচ্ছেন, তাদেরও শুভেচ্ছা। ওয়েল ডান ইন্ডিয়া।

জাতীয় নিউজ ২৪

এর আগে এপ্রিল মাসের ২ তারিখে রেকর্ড সংখ্যক ৪২ লাখের বেশি টিকাকরণ হয়েছিল ভারতে। রবিবার পর্যন্ত যা ছিল সর্বোচ্চ। সোমবারের হিসাব তা ভেঙে দিল।

সূত্র: ইন্ডিয়া টুডে

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST