1. admin@jationews24.com : admin :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

নেদারল্যান্ডসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিক

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৬৯১ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক 

ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোতে নেদারল্যান্ডসকে হারিয়ে দারুণ চমক দেখিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চেক রিপাবলিক।

রোববার (২৭ জুন) বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া এই খেলায় চেক রিপাবলিক ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিক মুখোমুখি হবে ডেনমার্কের। প্রথমার্ধে গোল শূন্য ড্র-তে খেলার ইতি ঘটে। দ্বিতীয়ার্ধ আসতেই খেলার অন্য রং নেয়। চেকরা চেপে ধরে ডাচদের। লাল কার্ড দেখে ডি লিট মাঠের বাইরে গেলে ১০ জনের দলে পরিণত হয় ডাচরা। ম্যাচের ৫৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে।

ডি লিট মাঠের বাইরে যাওয়ার ১৩ মিনিট না যেতেই গোল খেয়ে বসে নেদারল্যান্ডস। ফ্রি কিক থেকে দারুণ হেডে বল জালে জড়িয়ে চেকদের এগিয়ে দেন হোলস।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এর মিনিট ১২ পর আবারো গোল পেয়ে যায় চেকরা। মাঝ মাঠে হোলস বল দখলে নিয়ে বাড়ান উইনালডামের কাছে। উইনালডাম ডি বক্স পর্যন্ত নিয়ে এসে ঠেলে দেন দৌড়ে আসতে থাকা শ্রিকের দিকে। দারুণ দক্ষতায় গোল দিতে ভুল করেননি শ্রিক।

উল্লেখ্য, সর্বশেষ ৭ ম্যাচের মধ্যে ৫টিতেই জিতেছে চেক রিপাবলিক। তার মধ্যে ২০০৮ সালের ইউরোর ম্যাচও রয়েছে। সেবার ৩-২ গোলে জিতেছিল চেকরা। এবার জয় ২-০ গোলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST