ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২০ থেকে বিদায় নিলো গতবারের চ্যাম্পিয়ন ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
⏸️ HALF-TIME ⏸️
🇧🇪 Stunning Thorgan Hazard goal puts Belgium in front at the break
🇵🇹 Ronaldo free-kick parried by Courtois⚽️ Who's scoring next? #EURO2020
— UEFA EURO 2020 (@EURO2020) June 27, 2021
রবিবার সেভিয়েতে ইউরোর শেষ ষোলোতে ১-০ গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল বেলজিয়াম। কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ ইতালি।
এদিন প্রথমার্ধে বল দখলে সমতা থাকলেও আক্রমণে কিছুটা এগিয়ে ছিল পর্তুগাল। তবে ধীরে ধীরে গুছিয়ে ওঠা বেলজিয়াম ৪২তম মিনিটে তাদের প্রথম উল্লেখযোগ্য আক্রমণেই এগিয়ে যায়। তমা মুনিয়ের পাস ডি-বক্সের বেশ বাইরে পেয়ে একটুখানি আড়াআড়ি এগিয়ে বুলেট গতির শট নেন তোরগান আজার, বল শেষ মুহূর্তে সামান্য বাঁক খেয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে ঠিকানা খুঁজে নেয়।
এরপর দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে দারুণ একটি সুযোগও পায় পর্তুগাল কিন্তু রোনালদোর পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে উড়িয়ে মারেন লিভারপুল ফরোয়ার্ড জটা। এরপর আর গোল না হলে এই এক গোলে হেরেই বিদায় নিতে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।
🇧🇪 Thorgan Hazard celebrates after scoring with a brilliant swerving effort! #EURO2020 pic.twitter.com/nybgIsGy8G
— UEFA EURO 2020 (@EURO2020) June 27, 2021