অবিশ্বাস্য প্রত্যাবর্তনে স্পেনকে কাঁপিয়ে দিয়েছিল ক্রোয়েশিয়া। দুই গোলে এগিয়ে থাকা প্রতিপক্ষকে নির্ধারিত সময়ের শেষ মূহুর্তে দুই গোল দিয়ে জিততে দেয়নি গত বিশ্বকাপের রানার্সআপরা। তবে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি ৫-৩ গোলে জিতলো স্পেন।
ইউরোর ইতিহাসে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয় ম্যাচে পাঁচ গোলের কীর্তি গড়লো স্পেন। একইসাথে ইউরোর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলেরও ম্যাচ। সর্বোচ্চ রেকর্ডটা ৯ গোলের, ১৯৬০ সালে ফ্রান্স-যুগোস্লাভিয়া ম্যাচে; চার গোল হজম করে ফ্রেঞ্চদের পাঁচ গোল দিয়েছিলো যুগোস্লাভিয়া।
এই দারুণ জয়ে কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হিসেবে পাবে ফ্রান্স কিংবা সুইজারল্যান্ডকে।
এদিন খেলার শুরুতেই স্পেন গোলকিপার উনাই সিমনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। আর তারপর মুহুর্মুহু আক্রমণে গিয়ে স্পেনও আদায় করে নেয় তিনটি গোল। ৭৬ মিনিটে স্কোর ৩-১। কিন্তু ৭ মিনিটের ব্যবধানে দুই গোল শোধ দিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নেয় ক্রোয়েশিয়া। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ৩-৩ ব্যবধানে।
এরপর অতিরিক্ত সময়ের ১০০ মিনিটে ওলমোর বাঁ দিক থেকে বাড়ানো ক্রসে মোরাতা ডান পায়ে বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ে লক্ষ্যভেদ করেন। আর তার তিন মিনিট পর আবারও ওলমোর চোখ ধাঁধানো ক্রস, এবার ওয়ারজাবাল আড়াআড়ি শটে বাঁ দিক থেকে লিয়াকোভিচকে পরাস্ত করেন। আবারও দুই গোলে এগিয়ে যায় স্পেন। ৫-৩ ব্যবধানের জয়েই মাঠ ছাড়ে তারা।
WHAT. A. GAME.
🇪🇸 Spain win EIGHT-GOAL extra time thriller in Copenhagen and progress to quarter-finals!
😮 THAT match = ________#EURO2020
— UEFA EURO 2020 (@EURO2020) June 28, 2021
🇪🇸 Spain = quarter-finalists! 👏
⚽️⚽️⚽️⚽️⚽️ First team in EURO history to score 5 goals in consecutive games!
ℹ️ Second-highest scoring EURO game ever#EURO2020 pic.twitter.com/RwdXnQj0vL
— UEFA EURO 2020 (@EURO2020) June 28, 2021