1. admin@jationews24.com : admin :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

১২১ মিনিটের গোলে ইতিহাস গড়ে কোয়ার্টারে ইউক্রেন

  • প্রকাশিত: বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৩৩ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

আরও একটি টানটান উত্তেজনাকর ম্যাসের সাক্ষী হলো ইউরো ২০২০। শেষ ষোলোর অন্তিম ম্যাচে অতিরিক্ত সময়েরও অতিরিক্ত সময়ে গোল করে ইতিহাসের অংশ হয়ে গেলেন ইউক্রেনের বদলি ফরোয়ার্ড আর্তেম ডভবিক। তার গোলেই কোয়ার্টারের টিকিট পেয়েছে ইউক্রেন।

ডভবিকের গোলে প্রথমবারের মতো বড় কোনো আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল ইউক্রেন। ম্যাচটিতে ২-১ গোলে জিতেছে তারা।

একদম শেষ সময়ে করা গোলে আনন্দে আত্মহারা হয়ে পড়ে পুরো ইউক্রেন শিবির। গোল উদযাপন করতে গিয়ে নিজের জার্সি খুলে ফেলার কারণে হলুদ কার্ড দেখেন ডভবিক। কিন্তু তাতে কী! তার গোলেই যে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার স্বাদ পেতে চলেছে ইউক্রেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের অপেক্ষায় থাকা ইউক্রেনের প্রতিপক্ষ ইংল্যান্ড। একইদিনের প্রথম ম্যাচে জার্মানিকে বিদায় করে শেষ আটে পৌঁছেছে ইংলিশরা। আগামী ৩ জুন বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ইতালির রোমের অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে এ দুই দল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST