আরও একটি টানটান উত্তেজনাকর ম্যাসের সাক্ষী হলো ইউরো ২০২০। শেষ ষোলোর অন্তিম ম্যাচে অতিরিক্ত সময়েরও অতিরিক্ত সময়ে গোল করে ইতিহাসের অংশ হয়ে গেলেন ইউক্রেনের বদলি ফরোয়ার্ড আর্তেম ডভবিক। তার গোলেই কোয়ার্টারের টিকিট পেয়েছে ইউক্রেন।
🇺🇦 𝗧𝗛𝗜𝗦 𝗠𝗘𝗔𝗡𝗦 𝗘𝗩𝗘𝗥𝗬𝗧𝗛𝗜𝗡𝗚!@uafukraine | #EURO2020 pic.twitter.com/3I6SBf496X
— UEFA EURO 2020 (@EURO2020) June 30, 2021
ডভবিকের গোলে প্রথমবারের মতো বড় কোনো আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল ইউক্রেন। ম্যাচটিতে ২-১ গোলে জিতেছে তারা।
একদম শেষ সময়ে করা গোলে আনন্দে আত্মহারা হয়ে পড়ে পুরো ইউক্রেন শিবির। গোল উদযাপন করতে গিয়ে নিজের জার্সি খুলে ফেলার কারণে হলুদ কার্ড দেখেন ডভবিক। কিন্তু তাতে কী! তার গোলেই যে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে খেলার স্বাদ পেতে চলেছে ইউক্রেন।
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের অপেক্ষায় থাকা ইউক্রেনের প্রতিপক্ষ ইংল্যান্ড। একইদিনের প্রথম ম্যাচে জার্মানিকে বিদায় করে শেষ আটে পৌঁছেছে ইংলিশরা। আগামী ৩ জুন বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় ইতালির রোমের অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে এ দুই দল।