মহামারি করোনাভাইরাস গত ২৪ ঘণ্টায় আরও ১৫৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে যা এক দিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ৬৫ জনে দাঁড়িয়েছে।
এর আগে, গত ১ জুলাই সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। এটি ছিল দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
একই সময়ে নতুন করে আরও ৮ হাজার ৬৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জনে দাঁড়িয়েছে।
রবিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের। পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৮৭৯টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫৩ জনের মধ্যে খুলনায় ৫১, ঢাকায় ৪৬, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ১২, বরিশালে ৩, সিলেটে ২, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৯ জন মারা গেছেন।
এদের মধ্যে মধ্যে ৯৬ জন পুরুষ এবং ৫৭ জন নারী।