ইউরোর কোয়ার্টার ফাইনালে ইউক্রেনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ২৫ বছর পর সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড।
সবশেষ ইংলিশরা ১৯৯৬ সালে সেমিফাইনাল খেলেছিল। সেমিতে টাইব্রেকারে ৬-৫ ব্যবধানে জার্মানির কাছে হেরেছিল। এরপর গেল ২৫ বছরেও আর শেষ চারে জায়গা করে নিতে পারেনি থ্রি লায়ন্সরা।
কোন টুর্নামেন্টের নকআউটে দ্বিতীয়বার ৪ গোল দিয়েছে ইংল্যান্ড। তবে নিজেদের ইতিহাসে এবারই প্রথম তারা ৪-০ গোলে জিতেছে। এর আগে ১৯৯৬ বিশ্বকাপে জার্মানিকে নকআউটে ৪ গোল দিয়েছিল ইংলিশরা। তবে ব্যবধান ছিল ৪-২ গোলের।
শনিবার (৩ জুলাই) দিবাগত রাতে ইতালির রাজধানী রোমের অলিম্পিক স্টেডিয়ামে ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেন হ্যারি কেন। এছাড়া হেন্ডারসন ও হ্যারি মাগুইর গোল করেন।
চলতি ইউরোতে পাঁচ ম্যাচে মাঠে নেমে ৮ গোল করলো ইংল্যান্ড। পক্ষান্তরে একটি গোলও হজম করেনি তারা। সেমিফাইনালে আগামী মঙ্গলবার দিবাগত রাতে ঘরের মাঠ ওয়েম্বলিতে তারা ডেনমার্কের মুখোমুখি হবে।
⏰ RESULT ⏰
What. A. Performance.
🏴 Kane (2), Maguire & Henderson net in Rome as England reach EURO 2020 semi-finals 👏
🇺🇦 Ukraine suffer defeat in first EURO quarter-final.
Sum up this knockout tie in one word 👇#EURO2020
— UEFA EURO 2020 (@EURO2020) July 3, 2021