আরও একবার নিজের জাত চেনালেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। দুর্দান্ত পারফরম্যান্সে দলকে এনে দিলেন ফাইনালের টিকেট। সেই সাথে হলেন সেমিফাইনালের সেরা তারকাও।
এবারের কোপা আমেরিকায় দারুন ছন্দে রয়েছেন নেইমার। এবার সেমিফাইনালেও আলো ছড়ালেন এই তারকা। পেরুর বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচের একমাত্র গোলটির রূপকার তিনিই।
GOLAÇO! Lucas Paquetá recebe de Neymar e coloca a bola no fundo da rede para abrir o placar! 1×0 @cbf_futebol
🇧🇷 Brasil 🆚 Peru 🇵🇪#VibraElContinente #VibraOContinente pic.twitter.com/b7nqNDv7Wy
— Copa América (@CopaAmerica) July 5, 2021
আজকের ম্যাচে পেরুর বিপক্ষেও অসাধারণ খেলেছেন নেইমার। তার দুর্দান্ত এক পাস থেকেই ব্রাজিল পেয়েছে জয়সূচক একমাত্র গোলটি।
পুরো ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলার পুরষ্কার হিসেবে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নেইমারই। এই নিয়ে এবারের কোপায় নিজের চতুর্থ ম্যাচ সেরার পুরস্কার জিতলেন এই ব্রাজিলিয়ান তারকা।