আজ বৃহস্পতিবার (৮ জুলাই) ক্যান্টনমেন্ট থানা আওয়ামীলীগের উপদেষ্টা আবু সাইদ খান ভাইয়ের নিদের্শনায় ক্যান্টনমেন্ট থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জামাল মাতুব্বর এর নেতৃত্বে থানা শ্রমিক লীগের ও ক্যান্টনমেন্ট থানা জাতীয় পার্টির নেতা-নেত্রীবৃন্দ এর উপস্থিতিতে সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ কর্মসূচি পালিত হয়।
করোনার উর্ধগতি-কে সামনে রেখে কঠোর লকডাউনের প্রথম দিন (১ জুলাই) থেকেই চলছে ক্যান্টনমেন্ট থানা শ্রমিক লীগের করোনা জনসচেতনতা ও মাস্ক বিতরণ কর্মসূচি। এই ধারাবাহিক কর্মসূচির আওতায় আজ সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
মাস্ক বিতরণ কর্মসূচি
ক্যান্টনমেন্ট থানা শ্রমিক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জামাল মাতুব্বর বলেন, আমি ও আমার সংগঠনের সকল কর্মীদের সাথে নিয়ে সাধারণ মানুষের সহযোগিতায় সাধারণ মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করে যাচ্ছি। অনেকেই বিনা প্রয়োজনে বের হয়ে ঘোরাঘুরি করে। আমরা চেষ্টা করছি যাতে বিনা প্রয়োজনে মানুষ বাসার বাইরে বের না হয়। আমরা মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে যাচ্ছি।
তিনি আমাদেরকে আরো অবহিত করেন যে, ঈদ পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে।