1. admin@jationews24.com : admin :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

ইসরায়েলি নৃশংসতায় চুপ থাকবে না তুরস্ক : এরদোয়ান

  • প্রকাশিত: রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৬৮৪ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক 

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তুরস্ক ফিলিস্তিনিদের ওপর হওয়া ইসরায়েলের নৃশংসতা নিয়ে কখনো চুপ ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। ইস্তানবুলের বাহাদেটিন প্যাভিলিয়নে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ কথা বলেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

তুর্কি প্রেসিডেন্ট বলেন, যতদিন অঞ্চলটিতে ইসরায়েলি নীতি বজায় থাকবে ততদিন পর্যন্ত চিরস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আর এ নিয়ে তুরস্ক কখনো চুপ ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। বৈঠকে উভয় প্রেসিডেন্ট আঞ্চলিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট দীর্ঘস্থায়ী এই বৈঠকে আরো উপস্থিত ছিলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুট কাভুসোগলু, যোগাযোগ অধিদপ্তরের পরিচালক ফাহেরেটিন আলতুন, প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এবং জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হাকান ফিদান।

সূত্র: আনাদেলু এজেন্সি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST