1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন

হারারে টেস্টে বাংলাদেশের জয়!

  • প্রকাশিত: রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৬৯২ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
হারারে টেস্টে ২২০ রানের ব্যাবধানে বাংলাদেশের জয় বিসিবি
অনলাইন ডেস্ক 

জয়ের মঞ্চটা তৈরিই ছিল। পঞ্চম দিনে ছিল শুধু সময়ের অপেক্ষা। বোলারদের তান্ডবে সেই অপেক্ষা দীর্ঘস্থায়ী হয়নি বাংলাদেশের। হারারেতে একমাত্র টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে ২২০ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।

জাতীয় নিউজ ২৪

Advertisements

৪৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৫৬ রানে অলআউট হলে এই বিশাল জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

তাসকিন ও মিরাজ ৪টি করে সাকিব ও এবাদাত ১টি করে উইকেট নেন স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের।

চর্তুথ দিনের ৩ উইকেটে ১৪০ রান নিয়ে পঞ্চম  দিন শুরু করে জিম্বাবুয়ে। বাংলাদেশের বোলারদের দাপটে দিনের দ্বিতীয় সেশনেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।

এর আগে সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত’র জোড়া শতকে ১ উইকেটে ২৮৪ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতেই ৪৭৬ রানের লিড পায় সফরকারীরা।

জাতীয় নিউজ ২৪

Advertisements

মাহমুদুল্লাহর অপরাজিত ১৫০, লিটনের ৯৫ এবং তাসকিনের ৭৫ রানে ভর করে প্রথম ইনিংসে ৪৬৮ রান করে বাংলাদেশ।

জবাবে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অলআউট হয় ২৭৬ রানে। মিরাজ ৫টি, সাকিব ৪টি এবং তাসকিন নেন ১টি উইকেট।

হারারে টেস্ট স্কোর: বাংলাদেশ: ৪৬৮/১০ ও ২৮৪/১ (ডিক্লেয়ার), জিম্বাবুয়ে: ২৭৬/১০, ২৫৬/১০।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST