জয়ের মঞ্চটা তৈরিই ছিল। পঞ্চম দিনে ছিল শুধু সময়ের অপেক্ষা। বোলারদের তান্ডবে সেই অপেক্ষা দীর্ঘস্থায়ী হয়নি বাংলাদেশের। হারারেতে একমাত্র টেস্টে স্বাগতিক জিম্বাবুয়ের বিরুদ্ধে ২২০ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।
৪৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৫৬ রানে অলআউট হলে এই বিশাল জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
তাসকিন ও মিরাজ ৪টি করে সাকিব ও এবাদাত ১টি করে উইকেট নেন স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের।
চর্তুথ দিনের ৩ উইকেটে ১৪০ রান নিয়ে পঞ্চম দিন শুরু করে জিম্বাবুয়ে। বাংলাদেশের বোলারদের দাপটে দিনের দ্বিতীয় সেশনেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস।
এর আগে সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত’র জোড়া শতকে ১ উইকেটে ২৮৪ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তাতেই ৪৭৬ রানের লিড পায় সফরকারীরা।
মাহমুদুল্লাহর অপরাজিত ১৫০, লিটনের ৯৫ এবং তাসকিনের ৭৫ রানে ভর করে প্রথম ইনিংসে ৪৬৮ রান করে বাংলাদেশ।
জবাবে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে অলআউট হয় ২৭৬ রানে। মিরাজ ৫টি, সাকিব ৪টি এবং তাসকিন নেন ১টি উইকেট।
হারারে টেস্ট স্কোর: বাংলাদেশ: ৪৬৮/১০ ও ২৮৪/১ (ডিক্লেয়ার), জিম্বাবুয়ে: ২৭৬/১০, ২৫৬/১০।