সেইফাইনালের মত ইউরো-২০২০ ফাইনালেএ নিষ্পত্তি জলো টাইব্রেকারে। আর সেখানে আবারো ইতালির জয়। ঘরের মাঠে ইংল্যান্ডের সমস্ত স্বপ্ন চূর্ণ হলো টাইব্রেকারে ওয়েম্বলিতে ৫৩ বছর পর আবারও (দ্বিতীয়বার) ইউরোর শিরোপা উঠলো ইতালির হাতে।
এদিন ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে খেলার মাত্র ২ মিনিটেই দ্রুততম গোল করার রেকর্ড গড়ে ইংল্যান্ডকে এগিয়ে নেনে লুক শ। প্রথমার্ধের এই লিড নিয়েই মাঠ ছাড়ে তারা।
দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে লিওনার্দো বনোচির গোলে সমতায় ফেরে ইতালি। শেষমেশ এই ১-১ সমতাতে নির্ধারিত সময় ও অতিরিক্ত ৩০ মিনিট পার হলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ ব্যবধানে জয় পায় ইতালি, আর ৫৩ বছর পর ইউরোর চ্যাম্পিয়ন হয়।
Jorginho has a chance to win it but Pickford dives low to save!
🇮🇹: ✅❌✅✅❌
🏴: ✅✅❌❌#EURO2020— UEFA EURO 2020 (@EURO2020) July 11, 2021
🇮🇹 Sum up this Italy team in 3 words!#EURO2020 | #ITA pic.twitter.com/6UijpsvP66
— UEFA EURO 2020 (@EURO2020) July 11, 2021
🎯 Great distribution throughout
💪 Strong defensive display at 34
⚽️ Scored the all-important equaliser🇮🇹 Italy hero Leonardo Bonucci = Star of the Match! 🥇
🤔 Did you predict that?@Heineken | #EUROSOTM | #EURO2020 pic.twitter.com/zNdJbntUiE
— UEFA EURO 2020 (@EURO2020) July 11, 2021
🇮🇹 Scenes as Italy become EURO 2020 winners! 🥳#EURO2020 | #ITA pic.twitter.com/9lcOqsP7r7
— UEFA EURO 2020 (@EURO2020) July 11, 2021