আওয়ামী লীগ নেতা নির্ভর দল নয়, কর্মী নির্ভর দল। নেতারা বিভ্রান্ত হলেও কর্মীরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়। সে কারণে ১/১১’র সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে মাইনাস করতে পারেনি। তৃণমূলে কর্মীরাই সংগঠনের মূল চালিকাশক্তি।
শুক্রবার (১৬ জুলাই) আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারা অন্তরীণ দিবস উপলক্ষ্যে ক্যান্টনমেন্ট থানার জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জামাল মাতুব্বর এক বর্ধিত সভার আহ্বান করেন।
সভায় উপস্থিত ক্যান্টনমেন্ট থানা শ্রমিক লীগের বিপ্লবী সভাপতি আব্দুর রহিম খান বলেন, বাংলাদেশ আওয়ামিলীগ অত্যন্ত শক্তিশালী কর্মী বান্ধব একটি দল। তাই ১/১১’র সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে মাইনাস করতে পারেনি।
এ-সময় সভায় উপস্থিত এবং আলোচনা সভার সঞ্চালক ক্যান্টনমেন্ট থানা শ্রমিক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জামাল মাতুব্বর বলেন, বাংলাদেশ আওয়ামিলীগ-এর তৃণমূলের কর্মীরাই সংগঠনের মূল চালিকাশক্তি। তাই শতচেষ্টা করেও ১/১১’র সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে মাইনাস করতে পারেনি। তিনি আরো বলেন কর্মীরা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনা-কে প্রানের চেয়ে বেশি ভালোবাসেন। তাই কর্মীরা বেঁচে থাকতে কেউ দল এবং জননেত্রী শেখ হাসিনার কোনো ক্ষতি করতে পারবেনা। তিনি আশা করেন দলে ত্যাগী নেতা-কর্মীদের সঠিক মূল্যায়ন হবে। তিনি সবাইকে সজাগ থাকতে বলেন যাতে করে সুবিধাবাদীরা কেউ সুযোগ নিতে না পারে।
Advertisements
সভায় জামাল মাতুব্বর আসছে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আগস্ট মাসব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্য ও আওয়ামীলীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মঙ্গল কামনায় দোয়া মাহফিল ও অন্যান্য কর্মসূচি নিয়ে আলোচনা করেন। তাঁর এই প্রস্তাবে উপস্থিত সভাপতি সহ সকল নেতা-কর্মীরা সহমত প্রকাশ করেন।
এছাড়া উক্ত সভায় কর্মীদের ঈদের শুভেচ্ছা জানানো হয়। সভায় করোনা কালীন কর্মসূচি অব্যাহত রাখার ব্যাপারেও দিকনির্দেশনা দেয়া হয়।