করোনা টিকার দুই ডোজই নেওয়ার পরেও আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। শনিবার তার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।
টুইট বার্তায় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, শুক্রবার রাতে শরীরে অস্বস্তি বোধ হওয়ার কারণে করোনার র্যাপিড টেস্ট করান তিনি। রিপোর্ট পজেটিভ এসেছে। পিসিআর টেস্টের ফল আসার আগ পর্যন্ত বাসায় আইসোলেশনে থাকবেন তিনি।
এদিকে শুক্রবার বরিস জনসনের সাথেও দেখা করেছেন তিনি। তবে হিসেব মতে বরিস জনসন আইসোলেশনে থাকবেন কি না তা নিশ্চিত না। এর আগে একবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খুব কাছে থেকে ঘুরে এসেছেন বরিস জনসন।
সাজিদ জাভিদ গত জুনে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক নানা সমালোচনার তোপের মুখে পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন।