1. admin@jationews24.com : admin :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

রাত ১২টার মধ্যে নগরী পরিষ্কার হবে : মেয়র আতিক

  • প্রকাশিত: বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ৬৪১ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক 

প্রথম দিনের কোরবানির পশুর বর্জ্য আজ রাত ১২টার মধ্যেই অপসারণ করা হবে। পুরো ফোর্স নিয়ে নেমে পড়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

জাতীয় নিউজ ২৪

Advertisements

ববুধবার (২১ জুলাই) দুপুর আড়াইটায় ডিএনসিসির বাটারা নগর (সাঈদ নগর) পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘আমারা পুরো ফোর্স নিয়ে নেমে পড়েছি। আমি নিজে, আমার কর্মকর্তা এবং সব কাউন্সিলর নেমেছেন। আমি বলেছি, ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করা হবে। এটাও বলেছি, যে ওয়ার্ড আগে পরিষ্কার করতে পারবে সেই কাউন্সিলরের জন্য বিশেষ পুরস্কার আছে।’

তিনি বলেন, ‘যেহেতু এটা তিন দিনের জন্য কোরবানি। অনেকেই আজ, কাল এবং পরশুও দেবে। আমরা ধরে নিয়েছি, আজ ৯০ শতাংশ হবে। এখানে দুটি চ্যালেঞ্জ। প্রথমত, কোরবানির বর্জ্য পরিষ্কার। দ্বিতীয়ত, হাট যারা নিয়েছে তাদের হাট পরিষ্কার করা। আমরা কাজটি করছি।’

জাতীয় নিউজ ২৪

Advertisements

ডিএনসিসি মেয়র বলেন, ‘আমরা টার্গেট নিয়েছি, আজ রাত ১২টার মধ্যে সব কাউন্সিলরকে যার যার এলাকা পরিষ্কার করার জন্য। আমি মনে করি, আমাদের সব কর্মী কাজ করবে।’

নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা কোরবানি দিয়ে বর্জ্যটা ড্রেনে ফেলবেন না। ড্রেনটাকে ক্লিয়ার রাখুন।’

জাতীয় নিউজ ২৪

Advertisements

মেয়র বলেন, ‘এখন কিন্তু এই বৃষ্টি, এই রোদ্র। এডিস মশা বিস্তারের কিন্তু এটাই উপযুক্ত সময়। আমরা যদি ড্রেন বন্ধ করে দেই, তাহলে এডিস মশা বেড়ে যাবে। তাই ড্রেনকে প্রবাহিত রাখুন। ড্রেন বন্ধ থাকলে পানি উপরে উঠে যাবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST