1. admin@jationews24.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

উত্তম-হেমন্ত বিবাদেই মহানায়কের ‘লিপ’-এ গাওয়ার সুযোগ পান মান্না দে, শ্যামল মিত্র?

  • প্রকাশিত: রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৬৭৫ পড়া হয়েছে
উত্তম কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে এবং শ্যামল মিত্র
অনলাইন ডেস্ক 

উত্তম কুমারের ঠোঁটে হেমন্ত মুখোপাধ্যায়ের গান যেন সোনায় সোহাগা। চোখ বুজে শুনলে ধরার উপায় নেই কার গলা? মহানায়ক নিজে গাইছেন না কণ্ঠশিল্পী হেমন্ত? কণ্ঠস্বরে এত সাদৃশ্যের কারণে টালিগঞ্জ বলত, যেন সহোদর তাঁরা। ‘সপ্তপদী’-এর ‘এই পথ যদি না শেষ হয়’, ‘হারানো সুর’-এর, ‘আজ দু’জনার দু’টি পথ’, ‘কাল তুমি আলেয়া’-র ‘আমি যাই চলে যাই’ কিংবা ‘বন্ধু’ ছবির ‘মৌ বনে আজ মৌ জমেছে’-র মতো অসংখ্য কালজয়ী গান এর উদাহরণ। টালিগঞ্জ সাক্ষী, এই বন্ধুত্বেও ফাটল ধরেছিল। উত্তম-হেমন্তের সম্পর্কে চিড় ধরতেই মহানায়কের ঠোঁটে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন মান্না দে, শ্যামল মিত্র। সেই গানগুলিও অবশ্য যথেষ্ট জনপ্রিয় হয়।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এই ঘটনা কতটা সত্যি?

উত্তম কুমার, হেমন্ত মুখোপাধ্যায়

এই বিতর্কের উপর আলো ফেলেছেন শ্যামল মিত্রের ছেলে সৈকত মিত্র। সৈকত নিজেও কণ্ঠশিল্পী। তিনি জানিয়েছেন, ‘‘আমিও শুনেছিলাম এই কথা। ১৯৬২ সালে হেমন্ত মুখোপাধ্যায় মুম্বইয়ে হিন্দি ছবি ‘বিশ সাল বাদ’ প্রযোজনা করেছিলেন। সেই ছবিতে তিনি স্বাভাবিক ভাবেই চেয়েছিলেন উত্তম কুমারকে। একাধিক বার তিনি মহানায়ককে অনুরোধও করেছিলেন, ‘আমার ছবিতে তুমিই নায়ক হবে উত্তম’। তখন কলকাতায় এক মুঠো ছবিতে শ্যুট করছেন মহানায়ক। ফলে, কিছুতেই সময় দিতে পারেননি। বলেছিলেন, মাস খানেক পরে চেষ্টা করবেন।’’ সৈকতের মতে, তিনি জানেন এই ঘটনাই সম্ভবত দু’জনের বন্ধুত্বে চিড় ধরার প্রথম কারণ।

জাতীয় নিউজ ২৪

Advertisements

‘‘এর পরেই হেমন্ত বিশ্বজিৎকে ওই ছবিতে নায়ক হিসেবে নেন। তাঁকে উত্তম কুমারের মতো করেই নাকি ছবিতে তুলে ধরেছিলেন। যা দুই তারকা শিল্পীর মধ্যে আরও দূরত্ব বাড়িয়ে দিয়েছিল,’’ জানিয়েছেন সৈকত। তাঁর মতে, এর পরেই মহানায়কের ঠোঁটে মান্না দে এবং শ্যামল মিত্রের গাওয়া গান শুনতে পান দর্শক-শ্রোতা। উত্তম কুমার-শ্যামল মিত্রের জুটি ইতিহাস সৃষ্টি করেছিল ‘দেয়া নেয়া’ ছবিতে। শ্যামল-পু্ত্রের দাবি, ছবির কাহিনি তাঁর বাবার জীবনের সত্যি গল্প। শ্যামল মিত্রের বাবা ডাক্তার ছিলেন। তিনি চেয়েছিলেন তাঁর ছেলেও ডাক্তার হবেন। প্রয়াত শিল্পী সে কথা না শোনায় তাঁকে ত্যাজ্যপুত্র করেছিলেন। এর পর শ্যামল মিত্র কলকাতায় এসে গানের দুনিয়ায় পা রাখেন। ছবির মতোই লুকিয়ে দেখা করতেন তাঁর হবু স্ত্রী প্রতিমার সঙ্গে। সেই গল্পই সামান্য বদলে পর্দায় তুলে ধরেছিলেন কাহিনিকার বিধায়ক ভট্টাচার্য।

সৈকত জানালেন, ‘দেয়া নেয়া’-র প্রতিটি গান কালজয়ী। আজও সমান জনপ্রিয়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST