পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ। অজিদের ২৩ রানে হারিয়ে ১-০ তে এগিয়ে গেল মাহমুদউল্লাহর দল। এরই সাথে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হারালো টাইগাররা।
এদিন মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। জবাবে ১০৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। আর তাতেই লজ্জার এক রেকর্ডে নাম উঠে অজিদের!
এই ম্যাচে বাংলাদেশ সর্বনিম্ন রান করেও টি-টোয়েন্টিতে জয়ের রেকর্ড গড়েছে। এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৩৪ রান করেও আরব আমিরাতের বিপক্ষে জয় ছিল টাইগারদের সবচেয়ে কম রানে ডিফেন্ড করার রেকর্ড।
এদিন বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান এসেছে সাকিব আল হাসানের ব্যাট থেকে। ৩৩ বলে ৩ চারে এই রান করেন তিনি। ওপেনার নাঈম ২৯ বলে ২টি করে চার ও ছক্কায় করেন ৩০ রান। এ ছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ ২০ বলে ২০, আফিফ হোসেন ধ্রুব ১৭ বলে ২৩ রান করেন।
আর বল হাতে ক্যারিয়ার সেরা মাত্র ১৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেন বাহাতি স্পিনার মাসুম আহমেদ।
Nasum Ahmed plays a starring role as Bangladesh beat Australia!
Tigers fans, rank this win 👇https://t.co/dZQKtPy6MJ | #BANvAUS pic.twitter.com/SQE4HmWP6u
— ESPNcricinfo (@ESPNcricinfo) August 3, 2021
বাংলাদেশ : ১৩১/৭ (২০ ওভার)
সাকিব ৩৬, নাঈম ৩০, আফিফ ২৩, রিয়াদ ২০
হ্যাজলউড ২৪/৩, স্টার্ক ৩৩/২ জাম্পা ২৮/১
অস্ট্রেলিয়া: ১০৮/১০ (২০ ওভার)
মার্শ ৪৫, ওয়েড ১৪
নাসুম ৪/১৯, মোস্তাফিজ ২/১৬ শরিফুল ২/১৯।
বাংলাদেশ ২৩ রানে জয়ী।