ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমণিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এছাড়াও তার বাসায় তল্লাশি চালিয়ে কিছু মাদক দ্রব্য ও মদ পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
বুধবার (৪ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে পরীমণিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ।
র্যাবের শীর্ষ এক কর্মকর্তা এই ব্যাপারে জানান, পরীমণির বাসায় বিপুল পরিমাণ মাদক পাওয়া গেছে, তাকে আটক করে র্যাবের সদরদফতরে নিয়ে যাওয়া হবে। সেখানে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
র্যাব সুত্র জানায়, সম্প্রতি হেলেনা জাহাঙ্গীর, মরিয়ম আক্তার মৌ, ফারিয়া মাহবুব পিয়াসাকে গ্রেপ্তারের ধারাবাহিকতায় পরিমণির বাসায় এ অভিযান চলছে।
এর আগে নায়িকা পরীমণি তাদের দেখে নিজের ফেসবুক পেজে লাইভ শুরু করেন। লাইভে তিনি অভিযোগ করে বলেন, “আমার বাসায় বিভিন্ন পোশাকের লোকজন এসে ফ্লাটের দরজা খুলতে বলেন। আমি দরজা খুলতে ভয় পাচ্ছি। আমি বনানী থানা এবং সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”