1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪২ অপরাহ্ন

উয়েফা বর্ষসেরা ফুটবলার হলেন জর্জিনহো

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৬০৮ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

উয়েফা বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতেছেন ইতালি ও চেলসির মিডফিল্ডার জর্জিনহো। চেলসির সতীর্থ এনগালো কান্তে ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনেকে হারিয়ে ইউরোপ সেরা ফুটবলার হলেন তিনি।

জাতীয় নিউজ ২৪

Advertisements

বৃহস্পতিবার রাতে তুরস্কের রাজধানী ইস্তান্বুলে চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে উয়েফা বর্ষসেরা খেলোয়াড় হিসেবে জর্জিনহোর নাম ঘোষণা করা হয়। ইংলিশ ক্লাব চেলসিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতাতে ও ইতালিকে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতাতে বড় ভূমিকা রেখেছেন জর্জিনহো। সে সবেরই পুরস্কার পেলেন তিনি।

পুরস্কারের মঞ্চে উপস্থিত হতে পারেননি জর্জিনহো। ভিডিও কনফারেন্সে এই মিডফিল্ডার বলেছেন, ‘কভিড বিধিনিষেধের কারণে মঞ্চে উপস্থিত হতে না পারার জন্য দুঃখিত। এই পুরস্কার জিততে পেরে আমি খুবই আনন্দিত। আমার এই অর্জনের জন্য যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।’

উয়েফা হলো ‘ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন’। প্রতিবছর ইউরোপের সেরা খেলোয়াড় ও কোচকে পুরস্কৃত করে সংস্থাটি। গত বছর সেরা ফুটবলার হয়েছিলেন রবার্ট লেভানদোস্কি।

সূত্রঃ ডেইলি মেইল

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST