নটিংহ্যাম-লর্ডসের পর ভারতের বিপক্ষে লিডস টেস্টেও সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। এই নিয়ে টানা তিন টেস্টে তিন অংকের ইনিংস। লিডসে ১২১ রানের ইনিংসের আগে নটিংহামে ১০৯ ও লর্ডসে অপরাজিত ১৮০ রান করেছিলেন রুট। ১০৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এটা রুটের ২৩তম সেঞ্চুরি। আর অধিনায়ক হিসেবে ১২ নম্বর সেঞ্চুরি।
লিডসের সেঞ্চুরি দিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুকের রেকর্ড স্পর্শ করেন রুট। টেস্টে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন যৌথভাবে কুক ও রুটের। তবে ক্যাপ্টেন হিসেবে সেঞ্চুরি করতে রুটের সময় কুকের চেয়ে কম লেগেছে। কুক ১১১ ইনিংসে এবং রুট ১০০ ইনিংসে অধিনায়ক হিসেবে ১২তম সেঞ্চুরি করেছেন।
চলতি বছর এখন পর্যন্ত ৬টি সেঞ্চুরি করেছেন রুট। এর মাধ্যমে তিনি ইংল্যান্ডের হয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে মাইকেল ভন ও ডেনিশ কম্পটনের পাশে বসলেন। ১৯৪৭ সালে কম্পটন ও ২০০২ সালে ভন ৬টি সেঞ্চুরি করেছিলেন। আর অধিনায়ক হিসেবে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরিতে তিনি রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ ও স্টিভেন স্মিথকে স্পর্শ করেছেন।
এক পঞ্জিকাবর্ষে তিন জনেরই ৬টি করে সেঞ্চুরি আছে। তবে এই তালিকায় সবার উপরে সাবেক অজি অধিনায়ক পন্টিং। ২০০৬ সালে অধিনায়ক হিসেবে তিনি ৭টি সেঞ্চুরি করেছিলেন। এই সেঞ্চুরিতে ভারত-ইংল্যান্ডের সেরা তারকাদের ছাপিয়ে গেছেন রুট। তিনি এখন ভারত-ইংল্যান্ড টেস্ট লড়াইয়ে সবচেয়ে বেশি ৮টি সেঞ্চুরির মালিক।