জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দক্ষিণ কেরানীগঞ্জ থানার আয়োজনে দুঃস্থ ও অসহায় মানুষদের জন্য বিনামূল্যে ঔষধ ও তবারক বিতরণ এবং স্মরণসভা ও দোয়া মাহফিল-২০২১ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য জনপ্রিয় চলচ্চিত্র নায়ক ড্যানি সিডাক, বিশেষ অতিথি কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহীন আহমেদ, কেন্দ্রীয় সমন্বয়কারী ও মূখপাত্র মোঃ আহসান সিদ্দিকী, কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী লীগের হাজী আসাদ হোসেন টিটু, কেরানীগঞ্জ দক্ষিণ থানা যুবলীগের সভাপতি হাজী মাহমুদ আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী ও সাংগঠনিক সম্পাদক এম এ মিলন মিয়া, এনামুর রশিদ স্বপন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ মোজাম্মেল হক সরদার, সদস্য সচিব এফ রহমান রূপক, ডলি মোশাররফ, নাজনীন আক্তার বিউটি, উদয় শংকর বসাক, মোঃ রফিকুল ইসলাম মন্ডল, শেখ রাসেল আহমেদ রানা, মোঃ ফরহাদ হোসেন বেপারী, মোঃ আলীম ঢালী, মোঃ হিরা, রনি খান, সুমন মৃধাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ও জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ দক্ষিণ থানা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ শরিফ হোসেন রতন। সভায় বক্তারা শোককে শক্তিতে রূপান্তর করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন। এসময় এম এ মিলন মিয়ার সার্বিক সহযোগিতায় প্রায় ১হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে ঔষধ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।