ঢাকার মহানগর দায়রা জজ আদালতে অনুষ্ঠিত হবে তার জামিন শুনানি
চিত্রনায়িকা পরীমণির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার (৩১ আগস্ট)। ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই জামিন শুনানি অনুষ্ঠিত হবে।
আগামী ১৩ সেপ্টেম্বর মাদক মামলায় গ্রেপ্তার পরীমণির জামিন আবেদনের শুনানি নির্ধারণ করেছিলেন মহানগর দায়রা জজ আদালত। তবে ওই আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে জামিন আবেদনের শুনানি এগিয়ে (১৩ সেপ্টেম্বরের আগে) এনে দুই দিনের মধ্যে তা করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা-ও জানতে চাওয়া হয় ওই রুলে।
এর প্রেক্ষিতে ১৩ দিন এগিয়ে আনা হয় আলোচিত এ চিত্রনায়িকার জামিন শুনানি।
গত ২২ আগস্ট ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমণির আইনজীবী অ্যাডভোকেট মজিবুর রহমান জামিন আবেদন করেন। পরে আদালত শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।
৪ আগস্ট প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র্যাব। সেসময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানায় র্যাব।