সোমবার (৩০ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি চিএনায়ক আলমগীর, কার্যকারী সভাপতি কন্ঠ শিল্পী রফিকুল আলম এবং সাধারণ সম্পাদক অরুন সরকার রানা জোটের সভাপতি আলমগীর স্যারের অফিস বাড়িধারা ডি,ও, এইচ-এ সংগঠনের অবস্থান ও লক্ষ্য নিয়ে আলোচনা করেন।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অন্যতম প্রতিষ্ঠাতা জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর বলেছেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট-কে শক্তিশালী করার জন্য যা যা প্রয়োজন সবই করবেন। তিনি বলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যখন গঠন করেছিলাম তখন কার কি ভূমিকা ছিল, কারা আমাদের সদস্য ছিলেন আমার সবই জানা আছে। সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক অঙ্গনের লোকজন ছাড়া এই কমিটিতে কাউকে রাখা হবেনা। এই সংগঠন আমার ঘর থেকে জন্মগ্রহণ করেছিল এবং পিতৃতুল্য আলমগীর কুমকুম এই সংগঠনটি গঠন করেছিলেন। আমরা ছিলাম আলমগীর কুমকুম এর চালিকা শক্তি। এখানে আদম ব্যবসায়ী, ধান্দাবাজ চাঁদাবাজদের কোনো স্থান হবে না। আলমগীর কুমকুম ও কবরীর অনুমোদন ব্যতীত কেউ এই সংগঠনের সদস্য নয়।