শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আগামী রবিবার একটি আন্ত মন্ত্রণালয় বৈঠক ডেকেছে।
বৈঠকের পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১ সেপ্টেম্বর) জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলাসংক্রান্ত বিষয়ে গতকাল বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু বৈঠকটি হয়নি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত এখনো পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবারের মধ্যে কমিটির মতামত পাওয়া যেতে পারে। এরপর রবিবার বৈঠক হওয়ার কথা রয়েছে।