করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। জানা গেছে, দেশটিতে অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে প্রাকৃতিক দুর্যোগ ও করোনাভাইরাস মহামারি মোকাবেলার আহ্বান জানিয়েছেন তিনি।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, কিম জং উন এই আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন দলের পলিটব্যুরোর এক বৈঠকে। খবরটি প্রথমে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, অর্থনৈতিক পরিকল্পনা প্রাধান্য পেয়েছে পিয়ংইয়ং-এ সেই বৈঠকের আলোচনায়।
এদিকে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে নিজেদের দেশের সীমানা বন্ধ করে রেখেছে উত্তর কোরিয়া। ফলে উত্তর কোরিয়ার অর্থনীতিতে তার চরম বিরূপ প্রভাব পড়েছে।
জানা গেছে, প্রাকৃতিক বিপর্যয় ঠেকাতে দুর্যোগ ও করোনা মোকাবিলার ক্ষেত্রে সবাইকে আহ্বান করেছেন কিম। এজন্য নদীর উন্নয়ন করতে বলেছেন, ভূমিক্ষয় ঠেকাতে বনায়ন বৃদ্ধি এবং স্রোত ব্যবস্থাপনার ব্যাপারেও তাগিদ দেন তিনি।