বর্তমানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ নিরাপত্তা আইন-২০০৯ এর অধীনে নিরাপত্তা পেয়ে থাকেন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা প্রদানের বিষয়টি অন্তর্ভুক্ত করে শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে স্পেশাল সিকিউরিটি ফোর্স বিল পেশ করা হয়েছে। ৩০ দিনের মধ্যে সেই বিল পরীক্ষা করে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে এ বিল উত্থাপন করেন।
১৯৮৬ সালে সামরিক আমলে উত্থাপিত “বিশেষ নিরাপত্তা বাহিনী অধ্যাদেশ, ১৯৮৬” আইনটি হাইকোর্টের রায়ের পর বাতিল হয়ে গেলে তা সংশোধন করে নতুন আইনের খসড়া তৈরি করা হয়। সংশোধনকৃত নতুন আইনের খসড়ায় কেবল একটি জিনিস অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা প্রদান।
প্রসঙ্গত, বর্তমানে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণের নিরাপত্তা আইন-২০০৯ এর অধীনে নিরাপত্তা পেয়ে থাকেন।
বিলে বঙ্গবন্ধুর পরিবারের সদস্য হিসেবে বলা হয়, বঙ্গবন্ধুর দুই কন্যা এবং তাদের সন্তানাদি ও ক্ষেত্রবিশেষে ওই সন্তানাদির স্বামী বা স্ত্রী এবং তাদের সন্তানাদি।
সরকার কর্তৃক গেজেট, বিদেশি রাষ্ট্র বা সরকার প্রধানদের দ্বারা সংজ্ঞায়িত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও খসড়া আইনের অধীনে নিরাপত্তা পাবেন।
বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণের নিরাপত্তা আইন-২০০৯ এ যা-ই থাকুক না কেন, বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের নিরাপত্তা দেওয়ার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী আইন ২০২১ কে প্রাধান্য দেওয়া হবে।