1. admin@jationews24.com : admin :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

১২ সেপ্টেম্বর থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

  • প্রকাশিত: শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৮৫ পড়া হয়েছে
Girl leaves school at the end of the day, Mauchak Scout High School.
অনলাইন ডেস্ক

আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি

আগামী ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আর বাড়ানোর প্রয়োজন পড়বে না। ফলে চলতি মাসের ১২ সেপ্টেম্বর থেকে খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে বেসরকারি একটি টিভি চ্যানেলে তিনি এ মন্তব্য করেন।

ডা. দীপু মনি বলেছেন, বিশেষজ্ঞরা মনে করছেন দেশের করোনাভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। আগামীতে আরও কমবে। ফলে ১১ সেপ্টেম্বর পর্যন্ত যে ছুটি রয়েছে তা আর বাড়ানোর প্রয়োজন পড়বে না। আমরা চাইলে ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলে সঠিক মনিটরিংও নিশ্চিত করা হবে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

শিক্ষার্থীদের টিকা দেওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে ১২ বছর বয়সী পর্যন্ত শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে মত দিয়েছে কোভিড -১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। অনলাইন গণমাধ্যম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন কমিটির সভাপতি ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST