1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন

মরিস-তাহির-ডু প্লেসিসদের ছাড়াই দক্ষিণ আফ্রিকার চমকে ভরা বিশ্বকাপ দল ঘোষণা

  • প্রকাশিত: শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭৭ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১ এর দল ঘোষণার আইসিসির বেঁধে দেয়া সময়ের একদিন আগে দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমার নেতৃত্ব আসন্ন বিশ্বকাপে খেলবে প্রোটিয়ারা।

জাতীয় নিউজ ২৪

Advertisements

প্রোটিয়া দলে রাখা হয়নি সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে দামি (১৬ কোটি ৭৫ লাখ রুপি) খেলোয়াড় ক্রিস মরিসকে। এছাড়াও দলের অন্যতম ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসকে রাখা হয়নি দলে। লম্বা সময় ধরে দলের বাইরে থাকা অভিজ্ঞ লেগ স্পিনার ইমরান তাহিরকেও রাখা হয়নি দলে।

প্রোটিয়ারদের ১৫ সদস্যের মূল স্কোয়াডের সাথে সংরক্ষিত খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে তিনজনকে। তারা হলেন জর্জ লিন্ডে, উইলিয়াম লিজাড ও অ্যান্ডিলে ফেহশুকাইয়ো।

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা খেলবে গ্রুপ ১ এ। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও প্রথম রাউন্ড পেরিয়ে আসা দুইটি দল।

দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক), কেশব মহারাজ, কুইন্টন ডি কক, বিওর্ন ফরটান, রিজা হেনড্রিকস, হেইনরিখ ক্লাসেন, এইডেন মারক্রাম, লুঙ্গি এনগিদি, অ্যানরিখ নরকিয়া, ডেভিড মিলার, ভিয়ান মুল্ডার, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও র‍্যাসি ফন ডান ডুসেন।

স্ট্যান্ডবাই : জর্জ লিন্ডে, উইলিয়াম লিজাড ও অ্যান্ডিলে ফেহশুকাইয়ো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST