ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের ফেরাটা রাঙিয়ে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে জোড়া গোল করে দলের জয়ে বড় অবদান রেখেছেন এই পর্তুগিজ তারকা।
⚽️ Cristiano Ronaldo's…
85th Premier League goal480th League goal
675th club career goal
786th senior career goal pic.twitter.com/g33AfwzCY0
— Sky Sports Statto (@SkySportsStatto) September 11, 2021
দীর্ঘ ১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আবারও মাঠে নামলেন রোনালদো। এই সময়ের মধ্যে রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের জার্সিতে ক্লাব ফুটবল মাতিয়েছেন সিআরসেভেন। শুধু কি খেলেছেন তিনি? করেছেন গোলের পর গোল, ভেঙেছেন একের পর এক রেকর্ডও!
সেই রোনালদোই যে ক্লাবের হয়ে তার তারকাখ্যাতির শুরু সেই ক্লাবের হয়ে প্রত্যাবর্তনের ম্যাচেই আলো ছড়ালেন। জোড়া গোল করে দলকে এনে দিলেন কাংঙ্ক্ষিত জয়ের দেখাও। সেই সাথে নিয়ে গেলেন লীগ টেবিলের শীর্ষেও।
ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে নিউক্যাসেল বিপক্ষে ম্যাচের ৪৫ এবং ৬১তম মিনিটে গোল দুটি করেন রোনালদো। প্রথম গোলটিতে অবশ্য ছিলো ভাগ্যের ছোঁয়া। ম্যাসন গ্রিনউডের সোজাসুজি শট ঠেকাতে গিয়ে তালগোল পাকান গোলরক্ষক। ঠিক সময়ে ঠিক জায়গায় থাকা রোনালদো আলগা বল টোকায় জালে পাঠান। উল্লাসে ফেটে পড়ে ওল্ড ট্র্যাফোর্ড।
৬২তম দারুণ নৈপুণ্যে আবারও দলকে এগিয়ে নেন রোনালদো। লুক শয়ের পাস পেয়ে দুই জনের মধ্যে দিয়ে প্রথম ছোঁয়ায় বল সামনে বাড়িয়ে নিচু শটে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে লক্ষ্যভেদ করেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।
রোনালদোর জোড়া গোলের পাশাপাশি রেড ডেভিলদের পক্ষে জালের দেখা পেয়েছেন ব্রুনো ফার্নান্দেজ ও হেসে লিংগার্ড।
সবমিলিয়ে নিজেদের মাঠে সহজ এক জয়ই তুলে নিয়েছে ওলে গানার সুলসারের দল। দুর্দান্ত এই জয়ের সুবাদে লিগ টেবিলের শীর্ষস্থানও দখল করেছে লাল শত্রুরা। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে তারা। সমান ম্যাচে ৯ পয়েন্ট করে সংগ্রহ করেছে ম্যান সিটি, ব্রাইটন এবং টটেনহ্যাম হটস্পার।