বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগে সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও প্রয়াত চিত্রপরিচালক আলমগীর কুমকুম এর সুযোগ্য সন্তান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির অন্যতম সাংগঠনিক সম্পাদক রনি কুমকুম বলেছেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বঙ্গবন্ধুর আদর্শের সাংস্কৃতিক কর্মীদের সংগঠন।
এই সংগঠন জাতির দুঃসময়ে দুর্দিনে আমার পিতা আলমগীর কুমকুম, কবরী আন্টি, আলমগীর ও অরুন সরকার রানা কাকা আমার বাবার সাথে এই সংগঠনটি গঠন করেছিল। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার জন্য আজও এই সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। আমার পিতা আলমগীর কুমকুম জীবন-মরণ সন্ধিক্ষণে অরুণ সরকার রানা কে এই সংগঠনটি যেন টিকে থাকে বলেছিলেন দায়িত্ব দিয়েছিলেন আদর্শবান ব্যক্তিরা যেন এই সংগঠনটি চালায়। এই সংগঠন কোন ব্যবসায়ী ধান্দাবাজ, চাঁদাবাজ, আদম ব্যবসায়ী হাতে যেন না যায় সেই দিকে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন।
আমার বাবার প্রিয় মানুষ যার ঘর থেকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট জন্ম নিয়েছিল এবং আমার বাবার সাথে যার ছিল পিতা পুত্রের সম্পর্ক, যা কিছুই করতেন তার সাথে আলাপ-আলোচনা করে, তিনি হচ্ছেন চিত্রনায়ক আলমগীর। বাবার ইচ্ছে ছিল কবরী আন্টি আলমগীর আঙ্কেল বাবার অবর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি দায়িত্ব পালন করবেন। আজ চিত্রনায়ক আলমগীর সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন আমি আশা করব আমার বাবা আলমগীর কুমকুম-কে মন থেকে ভালোবাসেন তারা সবাই সভাপতি চিএনায়ক আলমগীর ও সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা নেতৃত্বে ঐক্য বদ্ধ থেকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কে শক্তিশালী করবেন। তা হলে আলমগীর কুমকুমের আত্মা শান্তি পাবে। রনি কুমকুম বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিরাজদিখান থানা শাখার নেতৃবৃন্দরা সাক্ষাৎ করতে গেলে এ কথা বলেন।