1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন

কোহলির ডাবল সেঞ্চুরির ম্যাচে অভিষিক্ত আয়ারের ঝড়; ব্যাঙ্গালুরকে উড়িয়ে দিল নাইটরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১২ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

আইপিএলে আজ নিজের ২০০তম ম্যাচ খেলতে নামেন বিরাট কোহলি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজের মাইলফলকের ম্যাচে ব্যাট হাতে ব্যর্থতার পর হেরেছে তার দলও। প্রথম পর্বে টানা হারের পর দুবাই পর্বে কোহলিদের ৯ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে ইয়ন মর্গানরা।

জাতীয় নিউজ ২৪

Advertisements

সাকিবকে বসে রেখে তার জায়গায় সুনীল নারাইনকে নিয়ে আজ মাঠে নামে কলকাতা। যদিও ৪ ওভারে ২০ রান দিয়ে কোন উইকেট পাননি তিনি। তবে দুর্দান্ত ছিলেন আন্দ্রে রাসেল ও বরুন চক্রবর্তী। কোহলি, পাড্ডিকেলের ফেরার পর ডি ভিলিয়ার্সকে প্রথম বলেই ফেরান রাসেল। ম্যাক্সওয়েলকে ফেরান চক্রবর্তী। এতেই আর উঠে দাঁড়াতে পারেনি আরসিবি। ১৯ ওভারে মাত্র ৯২ রানে থামে তাদের ইনিংস।

জাতীয় নিউজ ২৪

Advertisements

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে নিজের অভিষেক ম্যাচেই ঝড় দোলেন ভেনকাটেশ আইয়ার। অন্যদিকে দারুণ ব্যাটিং করেন শুভমান গিলও। ৮২ রানের জুটির পর গিল ৩৪ বলে ৪৮ রানে ফিরলেও ২৭ বলে ৪১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আইয়ার।

সংক্ষিপ্ত স্কোরঃ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৯২/১০(১৯ ওভার)
পাড্ডিকেল ২২, ভারত ১৬
রাসেল ৩/৯, চক্রবর্তী ৩/১৩

কলকাতা নাইট রাইডার্স ৯৪/১(১০ ওভার)
গিল ৪৮, আইয়ার ৪১*
চাহাল ১/২৩

কলকাতা নাইট রাইডার্স ৯ উইকেটে জয়ী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST