1. admin@jationews24.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:২১ অপরাহ্ন

মুম্বাইকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের সেরা চারে কলকাতা

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২৪ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

আবু ধাবিতে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। ওপেনিংয়ে ভাল সূচনা এনে দেন রোহিত ও ডি কক। ৭৮ রানের জুটির পর ৩০ বলে ৩৩ করে ফেরেন রোহিত। ডি কক করেন ৪২ বলে ৫৪ রান। এরপর পোলার্ড ১৫ বলে ২১ করে রান আউট হয়ে ফিরলে থেমে যায় রানের গতি।

জাতীয় নিউজ ২৪

Advertisements

রান তাড়া করতে নেমে এদিনও ঝড়ো সূচনা করেন নাইট দুই ওপেনার শুভমান ও ভেনকটেশ আইয়ার। ৩ ওভারেই ৪০ রানের জুটির পর বুমরাহর বলে বোল্ড হয়ে ১৩ রানে ফেরেন গিল। এরপর ত্রিপাঠিকে নিয়ে বড় জুটি গড়েন আইয়ার। আগের ম্যাচে অল্পের জন্য ফিফটি না আসলেও এবার তুলে নেন ফিফটি। তবে কিছুক্ষণ বাদেই ৩০ বলে ৫৩ রান করে ফেরেন তিনি। অধিনায়ক মরগান ৭ রানে ফিরলেও বাকি পথটা একাই পাড়ি দেন ত্রিপাঠি। ৪২ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

এই জয়ে দুই ধাপ এগিয়ে পয়েন্ট টেবিলের সেরা চারে উঠে এসেছে কলকাতা। ৯ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে এসেছে তারা। অন্যদিকে টানা দুই হারে টেবিলের ৬ নম্বরে চলে গেছে মুম্বাই। পাঁচে অবস্থান করছে রাজস্থান। টেবিলের শীর্ষে আছে দিল্লি ক্যাপিটালস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST