1. admin@jationews24.com : admin :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

‘মূল টার্গেট শাহরুখ, এক মাস আগে থেকেই পরিকল্পনা; নেপথ্যে বিজেপি’

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৭১৭ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

‘মূল টার্গেট শাহরুখ, এক মাস আগে থেকেই পরিকল্পনা; নেপথ্যে বিজেপি’ মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের দাবি

শাহরুখের ছেলে আরিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে মাদক মামলায়। আরিয়ানকে আজ ফের আদালতে তোলা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে আদালতে শাহরুখের বড় ছেলের হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয় কি না!

জাতীয় নিউজ ২৪

Advertisements

তবে এসবের মাঝেই চাঞ্চল্যকর দাবি তুললেন এনসিপির মুখপাত্র তথা মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। পরিষ্কার জানিয়ে দিলেন, এই ঘটনার পেছনে হাত রয়েছে বিজেপির। সঙ্গে এটাও দাবি করা হয়েছে যে আসল টার্গেট শাহরুখ।

‘পুরো ঘটনাটা সাজানো’ বলেই জানিয়েছেন নবাব। সঙ্গে তাঁর দাবি, মহারাষ্ট্র সরকারকে প্যাঁচে ফেলতে  মাদকদ্রব্য অধিদপ্তরকে দিয়ে এই কাজ করাচ্ছে বিজেপি। এর আগে কংগ্রেসের পক্ষ থেকেও দাবি করা হয়েছিল, গুজরাটের মুন্দ্রা বন্দরে আটক ৩০০০ কিলোগ্রাম হেরোইন উদ্ধারের মামলা থেকে দেশবাসীর নজর ঘোরাতেই  মাদকদ্রব অধিদপ্তরের প্রমোদতরী অভিযান। এখানেও পরোক্ষভাবে বিজেপির দিকেই টার্গেট  করা হয়েছিল।

জাতীয় নিউজ ২৪

Advertisements

নবাবের দাবি, শাহরুখ খানকে পরবর্তী নিশানা করা হবে বলে অন্তত এক মাস আগে সাংবাদিকদের কাছে খবর ছিল। সঙ্গে শাহরুখপুত্রকে আটক করার পর তাঁর সঙ্গে সেলফি তোলা ওই অজ্ঞাতপরিচয় ব্যক্তির প্রসঙ্গও তোলেন তিনি।

জানা গেছে, ওই ব্যক্তির নাম মণীশ ভানুশালী। যদিও এনসিবি জানিয়েছে, ওই ব্যক্তি তাঁদের কেউ নন। তাই প্রশ্ন উঠছে, কে ওই ব্যক্তি? সে এনসিবির অভিযানের সময়তেই বা কী করছিল ওই প্রমোদতরীতে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

নবাবের দাবি, তিনি বিজেপির সঙ্গে যুক্ত। অমিত শাহ ও নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর ছবি রয়েছে। যদিও নবাবের এই দাবি খারিজ করে দিয়েছেন মণীশ ভানুশালী। জানিয়েছেন, তাঁর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই!

সূত্র : হিন্দুস্তান টাইমস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST