নেশন্স লিগের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে পরাজয়ের ধাক্কা সামলে ঘুরে দাঁড়ালো ইতালি। স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে উয়েফা নেশন্স লিগে তৃতীয় হয়েছে রবার্তো মানচিনির দল।
Italy beat Belgium to take bronze at the Nations League 🥉 pic.twitter.com/CJXQ0MejHY
— Goal (@goal) October 10, 2021
তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে রবিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইউরোর বর্তমান শিরোপাজয়ীরা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ইতালিকে এগিয়ে নেন ব্যারেল্লা। ৬৪তম মিনিটে বেলোত্তির গোলে জয়ের সুবাস পেতে শুরু করে ইউরোপের বতর্মান চ্যাম্পিয়নরা। নিকোলা বারেল্লা ইতালিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান দোমেনিকো বেরার্দি। শেষ দিকে একটি গোল শোধ করে বেলজিয়াম।
শেষ দিকে বেলজিয়ামের হয়ে একটি গোল পরিশোধ করেন ডি ক্যাটেলেরে। বাকি সময়ে আর কোন গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে ইতালি।