পিছিয়ে পড়ার পরও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্পেনকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের শিরোপা জয়ের উৎসবে মাতল ফ্রান্স।
মিলানের সান সিরোয় রোববার রাতে দ্বিতীয় আসরের ফাইনালে ২-১ গোলে জিতেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। মিকেল ওইয়ারসাবাল স্পেনকে এগিয়ে নেওয়ার পর চমৎকার গোলে সমতা ফেরান করিম বেনজেমা। জয়সূচক গোলটি করেন কিলিয়ান এমবাপে।
একটি গোল করে ও একটি এসিস্ট করিয়ে ম্যাচ সেরা হন কিলিয়ান এমবাপ্পে।
Kylian Mbappe 🆚 Spain
🅰️ 1 assist
⚽️ 1 goal pic.twitter.com/ZB3HcykcB8— Goal (@goal) October 10, 2021
Nobody can convince me that Nations league is a small tournament. Spain and France has proved that..#ESPFRA pic.twitter.com/sAV8a2dTkg
— ѕαмєєη8кяσσѕ (@SameenluvMadrid) October 10, 2021