1. admin@jationews24.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

পিছিয়ে পড়েও মেসি-এমবাপ্পে ম্যাজিকে পিএসজির রোমাঞ্চকর জয়

  • প্রকাশিত: বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ৬৬৫ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

৬৭ মিনিটে এমবাপ্পের অ্যাসিস্ট থেকে ও ৭৪ মিনিটে পেনাল্টি থেকে মেসির সেই সাথে এমবাপ্পের এক গোলে রোমাঞ্চকর ম্যাচে লাইপজিগের বিপক্ষে ৩-২ গোলে জিতে জয় পেলো প্যারিস সেইন্ট জার্মেই।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এদিন কিলিয়ান এমবাপের দারুণ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়াল লাইপজিগ। আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে এগিয়েও গেল তারা। তবে রুখতে পারল না তারকাসমৃদ্ধ দলটিকে। সাত মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দলকে অসাধারণ এক জয় এনে দিলেন লিওনেল মেসি।

প্রথম দুই ম্যাচেই হেরে কোণঠাসা হয়ে পড়া লাইপজিগ ঘুরে দাঁড়ানোর মিশনে শুরুটা করে আশা জাগানিয়া। প্রথম সাত মিনিটে দুবার প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ডি-বক্সে ঢুকে পড়ে তারা।

তবে মাত্র ৯ মিনিটেই এমবাপ্পের গোলে দল এগিয়ে যায় পিএসজি। পিছিয়ে পড়ার ধাক্কা দ্রুত সামলে দারুণ এক পাল্টা আক্রমণে ২৮তম মিনিটে সমতায় ফেরে লাইপজিগ।

জাতীয় নিউজ ২৪

Advertisements

দ্বিতীয়ার্ধে প্রথম ছয় মিনিটে তিনবার ভীতি ছড়ানো দলটি এগিয়ে যায় ৫৭তম মিনিটে। বাঁ থেকে আনহেলিনোর ক্রস ছয় বক্সের মুখে পেয়ে ডান পায়ের ভলিতে গোলটি করেন নর্দি মুকিয়েলে।

কিন্তু পিছিয়ে পড়েও দারুণ ক্যামব্যাক করে ৬৭ মিনিট কিলিয়ান এমবাপ্পের এসিস্টে গোল করেন লিওনেল মেসি। আর তারপর স্পট কিকে ৭৪তম মিনিটে গোল করে দলকে আবারও এগিয়ে নেন মেসি। ম্যাচ জুড়ে দুর্দান্ত খেলা এমবাপে ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST