রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জিতলেন লিওনেল মেসি। সোমবার রাতে প্যারিসে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেসির হাতে পুরস্কারটি তুলে দেয় ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’।
ব্যালন ডি’অর জয়ের রেকর্ড আগেই করেছিলেন লিওনেল মেসি। পুরস্কারটি যখন ছয়বার নিজের করে নেন তখনিই সবচেয়ে বেশীবার বর্ষসেরা হওয়ার নজির গড়েছিলেন তিনি।
এবারের সে সংখ্যাটি আরো বাড়িয়ে করলেন সাতবার। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার পুরস্কারটি জিতেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
আগের ছয়বার মেসি এই পুরস্কার জিতেছেন-২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫ ও ২০১৯ সালে। ছয়বার বার্সেলোনায় থাকাকালীন পুরস্কারটি পেলেও এবার তা পেয়েছেন ফরাসি ক্লাব পিএসজিতে থাকা অবস্থায়।
LIONEL MESSI WINS HIS SEVENTH BALLON D'OR 🐐 pic.twitter.com/If0qQc7eVO
— GOAL (@goal) November 29, 2021
El top 10 del #BalónDeOro 2021
1⃣🇦🇷Messi
2⃣🇵🇱Lewandowski
3⃣🇮🇹Jorginho
4⃣🇫🇷Benzema
5⃣🇫🇷Kanté
6⃣🇵🇹Cristiano Ronaldo
7⃣🇪🇬Salah
8⃣🇧🇪De Bruyne
9⃣🇫🇷Mbappé
🔟🇮🇹Donnarumma pic.twitter.com/QNZFlCfCkc— VarskySports (@VarskySports) November 29, 2021