1. admin@jationews24.com : admin :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

‘ওমিক্রন’ দরজায় কড়া নাড়ছে

  • প্রকাশিত: সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৫৭২ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ দরজায় কড়া নাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ-নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

জাতীয় নিউজ ২৪

Advertisements

রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের কভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য বুলেটিনে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি সবাইকে সর্তক থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমলেও আত্মতুষ্টির সুযোগ নেই বলে জানান তিনি।

ডা. নাজমুল ইসলাম বলেন, দেশে এখন করোনা সংক্রমণের হার ২ শতাংশের নিচে। এরপরও আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই। কারণ ঘরের দরজায় বিপজ্জনক ধরন ‘ওমিক্রন’ কড়া নাড়ছে। এই মুহূর্তে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, সবাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চললে এবং মাস্ক পরলে ‘ওমিক্রন’ হোক বা অন্য কোনো ধরন হোক তা আমরা মোকাবিলা করতে সক্ষম হবো।

জাতীয় নিউজ ২৪

Advertisements

ডা. নাজমুল বলেন, ‘ওমিক্রন’ মোকাবিলায় আমরা প্রস্তুত আছি। এক্ষেত্রে কমিউনিটিতে আমাদের সবার প্রত্যক্ষ-পরোক্ষ অংশগ্রহণ জরুরি। একই সঙ্গে অন্যকে অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করা এবং সহায়তার মধ্য দিয়েই আমরা এ ভাইরাসটিকে শতভাগ নিয়ন্ত্রণে রাখতে পারবো বলে মনে করি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST