1. admin@jationews24.com : admin :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

ক্যাটরিনার বিয়ের দিন দেশ ছেড়েছেন সালমান খান!

  • প্রকাশিত: শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৪৫৯ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

হয়ে গেল বলিউড তারকা ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে। রাজস্থানের বারওয়ারা ফোর্টে সাত পাকে বাঁধা পড়লেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিয়ের কয়েকটি ছবি শেয়ার করেছেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

পাপারাৎসিদের চোখ এড়াতে গত এক মাসে সর্বোচ্চ কৌশল অবলম্বন করেছেন ভিকি-ক্যাটরিনা। তাই বলিউডের এই ‘পাওয়ার কাপল’-এর বিয়ে নিয়ে গুঞ্জনও ছিল অনেক বেশি।

তবে বিয়ে উপলক্ষে রাজস্থানে রওনা দেওয়ার এক দিন আগে নিজের মাসহ ভিকি কৌশলের বাড়ির বাইরে ক্যামেরাবন্দি হন ক্যাটরিনা।

এদিকে বিয়ের আগেই শোবিজ জগতের অনেকে অভিনন্দন জানাতে শুরু করেন এই জুটিকে। সে কারণেই গুজব সত্যি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা গেছে, গেল সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের ভেন্যুতে পৌঁছেছেন ক্যাটরিনা ও ভিকি।

জাতীয় নিউজ ২৪

Advertisements

রাজস্থানে থেকে রাজকীয় বিয়ের মিনিটে মিনিটে লাইভ আপডেট দেয় ভারতের শীর্ষ গণমাধ্যমগুলো। বরং তা গিয়ে ঠেকেছে ক্যাটরিনা কাইফের হেভিওয়েট প্রাক্তন বলিউড ভাইজান সালমান খানে গিয়ে।

হিন্দুস্তান টাইমসের খবর, ক্যাটরিনার বিয়ের দিন দেশ ছেড়েছেন ‘প্রাক্তন’ সালমান। এদিন তাকে দেখা গেছে মুম্বাই এয়ারপোর্টে। সৌদি আরবে একটি কনসার্টে অংশ নিতে দেশ ছেড়েছেন বলিউড ভাইজান। সালমান খানের সঙ্গে শিল্পা শেঠি, সোহেল খান এবং আয়ুশ শর্মাকেও বিমানবন্দরে দেখা গেছে। আগামীকাল সৌদি আরবের রিয়াদে ওই কনসার্ট অনুষ্ঠিত হবে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এর আগে জানা গিয়েছিল, ক্যাটরিনা কাইফ হেভিওয়েট দুই প্রাক্তন বলিউড ভাইজান সালমান খান এবং রণবীর কাপুরকে বিয়ের দাওয়াত দেননি।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ রাজস্থানে গাঁটছড়া বেঁধেছেন ভিকি-ক্যাটরিনা। বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্টে সম্পন্ন হয়েছে এই জুটির বিয়ের আসর। বিকেল সাড়ে ৩টা থেকে পৌনে ৪টার মধ্যে পাঞ্জাবি রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এ যুগল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST