বুধবার (১৬ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড
সয়াবিন তেল আমদানি পর্যায়ে ১০% মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) কমানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিল অর্থ মন্ত্রণালয়।
বুধবার (১৬ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে, “ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন- ২০১২” ও “কাস্টমস আইন-১৯৬৯” এর দ্বারা তালিকাভুক্ত পণ্যে ভ্যাট ১৫ থেকে কমিয়ে ৫% নির্ধারণ করেছে সরকার।
এর আগে, গত ১ মার্চ বাণিজ্য মন্ত্রণালয় থেকে এনবিআরের কাছে ভ্যাট প্রত্যাহারের বিষয়ে একটি চিঠি পাঠানো হয়।
ভোজ্যতেল আমদানিতে ১৫% ভ্যাট দিতে হতো। তবে ১০% কমিয়ে ভ্যাট ৫% হলে এতে কেজিপ্রতি কমবেশি ১২ টাকা খরচ কমতে পারে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির, এমনটিই মনে করছেন বিশেষজ্ঞরা।