এএইচএফ কাপ হকিতে রবিবার (২০মার্চ) রাতে টাইব্রেকারে ওমানকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে টানা চতুর্থবারের মতো এএইচএফ কাপ হকির শিরোপা জিতলো লাল-সবুজের জার্সিধারীরা।
রবিবার (২০মার্চ) রাতে জাকার্তায় অনুষ্ঠিত ফাইনালে ওমানের সঙ্গে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হয়। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ওমানকে ৫-৩ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ।
টুর্নামেন্টে বাংলাদেশ ও ওমান একই গ্রুপে ছিল। গ্রুপম্যাচেও বাংলাদেশ হারিয়েছিল ওমানকে। ওই ম্যাচের ফল ছিল ৩-২।
গ্রুপ পর্বের চার ও সেমিফানাল জেতার পর ফাইনালেও বাজিমাত ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তির দলের। বাংলাদেশ অপরাজিত থেকেই ধরে রাখলো এএইচএফ কাপ হকির শিরোপা।
এই টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে বাংলাদেশ নিশ্চিত করেছিল এশিয়ান গেমস খেলার টিকিট। ফাইনালে উঠে নিশ্চত করেছিল এশিয়া কাপের টিকিট। আর ফাইনাল জিতে ট্রফিটা ধরে রাখলো নিজেদের কাছেই।
স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৭-২ গোলে হারিয়ে প্রতিযোগিতায় শুভসূচনা করে বাংলাদেশ। সিঙ্গাপুরকে ৭-০, ইরানকে ৬-২ এবং সবশেষ ওমানকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছিল দল। সেমিফাইনালে কাজাখস্তানকে ৮-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।