দক্ষিণ আফ্রিকায় নতুন ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। আর তাতে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাসকিন আহমেদ। আজ (২৩ মার্চ) সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে তৃতীয় ও শেষ ওয়ানডেতে করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। ৯ ওভার বল করে মাত্র ৩৫ রান খরচায় নিয়েছেন গুরুত্বপূর্ণ ৫টি উইকেট।
এমন পারফরম্যান্সের পর তার হাতে ম্যাচসেরার পুরস্কার দিতে কোনো কার্পণ্য করেননি ম্যাচ রেফারিরা। একই সঙ্গে সিরিজ সেরার পুরস্কারও উঠেছে বাংলাদেশি এই পেসারের হাতে। এর আগে প্রথম ম্যাচেও বল হাতে ত্রাস ছড়িয়েছিলেন তাসকিন।
তিন ম্যাচ মিলে তাসকিনের উইকেট সংখ্যা ৮টি। যা পুরো সিরিজে সর্বোচ্চ। এটি আন্তর্জাতিক ক্রিকেটে তাসকিনের প্রথমবারের মতো সিরিজ সেরা হওয়া।
Most wickets in the #SAvsBAN series:
8 – Taskin Ahmed
6 – Kagiso Rabada
6 – Mehidy HasanLIVE COMMS:
👉 https://t.co/Hed2YSrBtK 👈#SAvsBAN | #SAvBAN— 🏏Flashscore Cricket Commentators (@FlashCric) March 23, 2022