1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:০৬ অপরাহ্ন

ন্যাটোতে অন্তর্ভুক্তির পক্ষে সুইডেনও

  • প্রকাশিত: শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৪৯ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

সুইডেন সামরিক জোট ন্যাটোর অন্তর্ভুক্ত হলে উত্তর ইউরোপে সংঘাতের ঝুঁকি কমবে। সুইডেনের পার্লামেন্টে দেশটির বিভিন্ন দলের পর্যালোচনা করা নিরাপত্তানীতিতে এই মত দেওয়া হয়েছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

এর মধ্য দিয়ে রাশিয়ার প্রতিবেশী সুইডেন আগামী কয়েক দিনের মধ্যেই ন্যাটোর সদস্য পদের জন্য আবেদনের বিষয়ে সিদ্ধান্তের পথ পরিষ্কার করল।

ন্যাটোতে যোগ দেওয়ার প্রশ্নে প্রতিবেশি ফিনল্যান্ডও আগামী রবিবার আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে। রাশিয়ার ইউক্রেন আগ্রাসন প্রেক্ষাপটে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী বৃহস্পতিবার জানান, নিজ দেশকে ন্যাটোভুক্ত দেখতে চান তাঁরা।

তবে ন্যাটোর সদস্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদান নিয়ে তুরস্কের কোনো ‘ইতিবাচক মতামত’ নেই। এরদোয়ান সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্ধে মধ্যস্থতায় কিছুটা ভূমিকা রেখেছেন।

জাতীয় নিউজ ২৪

Advertisements

ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার খবরের প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছিল, এ সিদ্ধান্ত ‘স্পষ্টতই’ তাদের জন্য হুমকি। এর প্রতিক্রিয়ায় তারা ‘সামরিক কৌশলগত’ পদক্ষেপসহ নানা ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হবে। ফিনল্যান্ডকে স্বাগত জানাতে আগ্রহী ন্যাটো জানিয়ে রেখেছে, জোটে ফিনল্যান্ডের অন্তর্ভুক্তির প্রক্রিয়া হবে ‘মসৃণ ও দ্রুত’।

ইউক্রেনে আগ্রাসন শুরু করার সময়ই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণকে রাশিয়ার জন্য হুমকি বলে অভিহিত করেন। তিনি ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত না করা তথা ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ বন্ধের দাবি জানিয়েছিলেন। পুতিনের সেসব দাবি উপেক্ষা করে ন্যাটোতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় কয়েক দশক ধরে পূর্ব-পশ্চিম দ্বন্দ্ব থেকে নিরপেক্ষ অবস্থানে থাকা শান্তিকামী ফিনল্যান্ড।

এদিকে রাশিয়ার সঙ্গে ‘বিজয়ী’ হওয়ার আগ পর্যন্ত ইউক্রেনের সমর্থনে উন্নত দেশের জোট জি-৭ ‘দৃঢ়ভাবে একাট্টা’ বলে জানিয়েছে ফ্রান্স। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর চাপ বজায় রাখতে কিয়েভের জন্য আরো অস্ত্র সরবরাহের তাগিদ দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেন, ‘ইউক্রেনের জন্য আরো অস্ত্র সরবরাহ করে, নিষেধাজ্ঞা বৃদ্ধি করে ভ্লাদিমির পুতিনের ওপর আমাদের চাপ বজায় রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।’

জাতীয় নিউজ ২৪

Advertisements

এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা প্রধান শিল্পায়িত দেশগুলোর প্রতি রুশ সম্পদ জব্দ করে তা ইউক্রেনে পাঠিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠনে সহায়তা করতে আহ্বান জানিয়েছেন। এ ছাড়া হাঙ্গেরির আপত্তির কারণে পরবর্তী ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা প্যাকেজ থেকে রাশিয়ার তেলের ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা বাদ দেওয়া ব্লকের ঐক্যের চেতনায় ইতি টানবে বলেও মন্তব্য করেছেন তিনি।

সূত্র : এএফপি, বিবিসি

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST