ফাইনালিসিমায় এক পেশে লড়াই দেখলো ফুটবল বিশ্ব। ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে সহজেই পরাজিত করে শিরোপা জিতে নিলো কোপা আমেরিকার শিরোপাজয়ী দল আর্জেন্টিনা। গোল না পেলেও অসাধারণ পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার বাগিয়ে নিয়েছেন লিওনেল মেসি।
Lionel Messi with his Finalissima Player of the Match award. pic.twitter.com/cRCLyQy8PS
— Roy Nemer (@RoyNemer) June 1, 2022
ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচের প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। আলবেসিলেস্তেদের পক্ষে জাল খুঁজে পান লাউটারো মার্টিনেজ এবং ডি মারিয়া। শেষ দিকে ডিবালাও গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির দল।
MESSI AND ARGENTINA WIN THEIR 2ND MAJOR TROPHY IN 11 MONTHS 🤯📈
GOAT STATUS ✅ pic.twitter.com/JNMhlCbUgJ
— ESPN FC (@ESPNFC) June 1, 2022
ফাইনালিসিমার মতো গুরুত্বপূর্ণ ম্যাচে গোল না পেলেও পুরো ম্যাচ জুড়ে আলো ছড়িয়েছেন আর্জেন্টাইন দলপতি লিওনেল মেসি। প্রথম গোলটিতে রেখেছেন প্রত্যক্ষ অবদান। একক নৈপুণ্যে বল নিয়ে ডি বক্সে ঢুকে লাউটারো মার্টিনেজকে দিয়ে গোল করান পিএসজির এই তারকা।