1. admin@jationews24.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন

দেখে নিন ব্রাজিল, আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কোথায়

  • প্রকাশিত: রবিবার, ৫ জুন, ২০২২
  • ৪০০ পড়া হয়েছে
অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৬ জুন (সোমবার) এশিয়া অঞ্চলের দেশ জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। জাপানের টোকিওতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ২০ মিনিটে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

নিজেদের সর্বশেষ প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। জোড়া গোল করেন নেইমার, বাকি তিন গোল করেন রিচার্লিসন, কোতিনহো ও জেসুস। অন্যদিকে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে হারায় জাপান।

সব প্রতিযোগিতা মিলিয়ে ১২বার মুখোমুখি হয়েছে দুই দেশ। ব্রাজিলের জয় ১০টি এবং বাকি দুই ম্যাচ ড্র। সর্বশেষ ২০১৭ সালে প্রীতি ম্যাচে খেলেছিল দুই দল। সে ম্যাচে ৩-১ ব্যবধানে জেতে ব্রাজিল।

আগামীকাল রাত ১২টায় স্পেনের এল সাদর স্টেডিয়ামে আর্জেন্টিনা লড়বে এস্তোনিয়ার বিপক্ষে। প্রথমবারের মতো একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দেশ। ইতালিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে ফিনালিসিমা জয় করা আর্জেন্টিনা এ ম্যাচে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রামে রাখতে পারে। শেষ ম্যাচে লিওনেল মেসি, দি মারিয়া, মার্তিনেজরা ছিলেন দুর্দান্ত ফর্মে। এস্তোনিয়াও নিজেদের শেষ ম্যাচে সানমারিনোকে হারিয়েছে ২-০ ব্যবধানে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST