1. admin@jationews24.com : admin :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন

রুশ সীমান্তে দেয়াল বানাতে চায় ফিনল্যান্ড

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৩১৬ পড়া হয়েছে
জাতীয় নিউজ ২৪
প্রতীকী ছবি
অনলাইন ডেস্ক

রাশিয়ার সীমান্তে দেয়াল নির্মাণের জন্য সীমান্ত আইন পরিবর্তনের পরিকল্পনা করছে ফিনল্যান্ড। স্থানীয় সময় বৃহস্পতিবার পরিকল্পনাটির কথা জানানো হয়েছে।

জাতীয় নিউজ ২৪

Advertisements

রয়টার্স জানিয়েছে, ইউক্রেনে আগ্রাসন-পরবর্তী রাশিয়ার হুমকি মোকাবেলার প্রস্তুতি জোরাল করতে এ সিদ্ধান্ত নিয়েছে ফিনল্যান্ড।

অবশ্য রাশিয়ার সঙ্গে অতীতে ফিনল্যান্ডের যুদ্ধের ইতিহাস রয়েছে। দুই দেশের সীমান্ত এলাকা এখন প্লাস্টিক লাইনে ঘেরা রয়েছে। যা এক হাজার ৩০০ কিলোমিটার।

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার জন্য আবেদন করেছে ফিনল্যান্ড। দেশটির ওপর চাপ বাড়াতে রাশিয়া সীমান্তে আশ্রয় প্রার্থীদের পাঠাতে পারে এমন আশঙ্কায় নিরাপত্তা জোরাল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আইন সংশোধন করে দেয়াল, নতুন সড়ক, টহল বাড়াতে সীমান্ত স্থাপনা নির্মাণেরও পরিকল্পনা করছে ফিনল্যান্ড সরকার। ফিনল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টা মিক্কোনেন বলেছেন, পরবর্তী সময়ে সরকার ফিনিশ বর্ডার গার্ডের মূল্যায়নের ভিত্তিতে পূর্ব সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

সূত্র : রয়টার্স।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

এই ধরণের অন্যান্য সংবাদসমূহ...


© 2020 জাতীয় নিউজ ২৪। সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

কারিগরি সহায়তায়- White NS

প্রযুক্তি সহায়তায় BTMAXHOST